Press "Enter" to skip to content

ভারতের আদালতে খালাস পেয়েছেন সালাউদ্দিন

ভারতে অনুপ্রবেশের মামলায় গ্রেফতার বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে খালাস দিয়েছেন শিলংয়ের আদালত। শুক্রবার শিলংয়ের ইস্ট খাসি হিল জেলা ও দায়রা আদালত এই রায় ঘোষণা করেন।

এর আগে ১৫ অক্টোবর ও ১৩ আগস্ট বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে রায় ঘোষণার কথা ছিল। কিন্তু আদালত থেকে জানানো হয় রায় ঘোষণা করা হবে না।

২০১৫ সালের মার্চে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর, মে মাসে ভারতে মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি রাস্তায় তাকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে ওখানে নিয়ে এসেছিল, বা কীভাবে তিনি ঢাকা থেকে শিলংয়ে এসে উপস্থিত হলেন, সে ব্যাপারে সালাউদ্দিন আহমেদ কিছুই জানাতে পারেননি। মামলায় কিছু দিনের মধ্যেই অবশ্য জামিন পান তিনি। তখন থেকেই শিলংয়ের একটি বেসরকারি গেস্ট হাউসে আছেন এই বিএনপি নেতা।

Mission News Theme by Compete Themes.