Press "Enter" to skip to content

ভারতের অর্থনীতির করুন দশা, প্রবৃদ্ধি কমে অর্ধেকে

তিন বছরে ক্রমাগত হারে কমতে কমতে অর্ধেকে নেমে গেছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি। তিন বছর আগেও ২০১৬ সালে অর্থনৈতিক সূচকে দেশটির বার্ষিক প্রবৃদ্ধি ছিল ৯%। কিন্তু ২০১৯ সালের বার্ষিক অর্থনৈতিক সূচকের হিসাবে দেখা গেছে, তাদের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪.৫%। খবর দ্য ইন্ডিয়া টুডে’র।

২০১৩ সালের পর এই প্রথম ভারতের জিডিপি হার এত নিচে নেমে এসেছে। গত বছরও দেশটির জিডিপি হার ৭% ছিল। ফলস্বরূপ তাদের উৎপাদন খাতও গত এক বছরে বেশ সংকুচিত হয়ে গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে এসেই ভারতের জিডিপি প্রবৃদ্ধির হারে রেকর্ড পরিমাণ হ্রাস ঘটেছে। অথচ, ৫ বছর আগে ক্ষমতায় বসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতের অর্থনীতিকে তিনি একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং সারাদেশে প্রতি বছর লাখ খানেক করে নতুন কর্মসংস্থান তৈরি করবেন।

শেয়ার অপশন: