রাজধানীতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসা লক্ষ্য করে হাতবোমা হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
বনানী থানা জানায়, শুক্রবার রাত ৮টার পর বনানী দুই নম্বর রোডে মন্ত্রীর বাসার সীমানার ভেতরে হাতবোমাটি বিস্ফোরিত হয়।
আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এম মাসুম জানান, বাইরে থেকে ছুড়ে দেওয়া হাতবোমাটি বাসার সীমানার ভেতরে বিস্ফোরিত হলে সেখানে রাখা গাড়ির কাঁচ ভেঙে যায়। এ সময় আইনমন্ত্রী বাসায় ছিলেন না। তিনি তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় আছেন বলে জানা গেছে।
এর আগে অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার দুই বিচারপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং এক বিচারপতির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।