Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৩:৫৯ ঢাকা, রবিবার  ১৮ই নভেম্বর ২০১৮ ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেশি সংখ্যক গাছ লাগান : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর তেজগাঁও কার্যালয় চত্বরে দু’টি গাছের চারা রোপণ করেছেন।

প্রধানমন্ত্রী আজ বিকালে ‘আকাশ নিম’ এবং ‘রুদ্র পলাশ’-এর দুইটি চারা রোপণ করেন।

পরে তিনি বাগান ঘুরে দেখেন এবং পরিবেশ রক্ষা ও বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখতে বর্ষাকালে আরও বেশি সংখ্যক চারাগাছ লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং বাংলাদেশ কৃষক লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।