Press "Enter" to skip to content

বেডরুম নিয়ে খোলাখুলি উত্তর সোনমের

সব সময়ই মনের কথা খোলাখুলি বলতে ভালোবাসেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। রাখঢাক করে কথা বলতে বিশেষ আগ্রহী নন তিনি। রাজনীতি হোক অথা সোশ্যাল ট্যাবু কোনও কিছুতেই তাকে সীমাবদ্ধ রাখা যায় না।

এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বললেন সোনম। একটি টিভি শোতে বন্ধু অনিতা শ্রফ আদাজানিয়ার সঙ্গে বেডরুম সিক্রেটস শেয়ার করলেন তিনি। শো-এ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বেডরুমে তিনি লাইট জ্বালিয়ে রাখতে পছন্দ করেন, নাকি লাইট নিভিয়ে রাখতে? প্রশ্ন শেষ হওয়ার আগেই বললেন, লাইট জ্বালিয়ে…। এখানেই শেষ নয়… সোনম খোলাখুলি জানালেন তিনি ফোরপ্লে মোটেই পছন্দ করেন না। বরং ডার্টি টেক্স আদান প্রদান করতে বেশি ভালোবাসেন তিনি।

শেয়ার অপশন:
Don`t copy text!