Press "Enter" to skip to content

বেআইনি আদেশ মানবে না : পুলিশকে -ড. কামাল

পুলিশের উদ্দেশে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধানে প্রথম স্বাক্ষর জাতির জনকের। তোমরা বঙ্গবন্ধুর আদেশ অমান্য করছ? জেনে রেখ কেউ চিরস্থায়ী নয়। আমি তোমাদের একাডেমিতে বলেছি, এখনও বলছি কেউ বেআইনি আদেশ মানবে না।

শুক্রবার বিকালে পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ড. কামাল।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ৫০-৫৫ বছর চাকরি করবে, বুঝে নিও। এখনও বলছি কেউ বেআইনি আদেশ মানবে না। সংবিধান ভঙ্গ করার কাজ কর না। তোমরা কার আদেশে এমন কাজ করছ- তা আমাকে জানাও।

এর আগে সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জাসদের আ স ম আবদুর রব, রেজা কিবরিয়া, বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আবদুস সালাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Mission News Theme by Compete Themes.