Sheersha Media

ব্রেকিং নিউজ

দুপুর ১:১১ ঢাকা, শুক্রবার  ১৬ই নভেম্বর ২০১৮ ইং

খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

‘বুদ্ধিজীবীদের সঙ্গে বসছেন খালেদা জিয়া’

বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত আটটায় গুলশানে তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বুধবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, বিএনপির চেয়ারপারসন যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তা কার্যকর করতে আগামীকাল রাতে দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনের সঙ্গে আলোচনায় বসবেন।

তিনি জানান, আজ রাতে ২০-দলীয় জোটের শীর্ষ নেতা ও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন।