Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৫:০৭ ঢাকা, বুধবার  ১৪ই নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

বিশ্বব্যাংক পদ্মা সেতুর দুর্নীতি প্রমাণ করতে পারেনি : প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়েছে এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে সহযোগিতা বন্ধ করে দিয়েছিল। আমি বিশ্ব ব্যাংকের কাছে চিঠি লিখেছিলাম দুর্নীতির কাগজ চেয়ে, কিন্তু তারা কোনো কাগজ দেখাতে পারেনি। আজ পর্যন্ত বিশ্বব্যাংক আমার চিঠির উত্তর দেয়নি।
শনিবার সকালে শরীয়তপুরের জাজিরায় পদ্মা বহুমুখী সেতুর নদীশাসন কাজের ফলক উন্মোচনের পর এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের সহযোগিতা, সাহস নিয়ে পদ্মা সেতুর কাজে হাত দিয়েছি। এ দেশের অনেকেই এ সেতু নির্মাণ করতে চেক দিয়েছিল কিন্তু আমরা সেগুলো গ্রহণ করিনি। আমার দেশের মানুষ এ সেতু নির্মাণ করতে সার্বিক সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত।
বেলা ১১টায় হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী জাজিয়ায় পৌঁছে ফলক উন্মোচন করে নদীশাসন কাজের উদ্বোধন করেন।
নদীশাসন কাজের উদ্বোধনের পর জাজিরায় সুধি সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এরপর নৌপথে মাওয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে পদ্মা নদীর উপরে ৭ নম্বর পিলারে মূল পাইলিং কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটিই সেতুর প্রথম মূল পাইল ড্রাইভিং। পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দোগাছি সার্ভিস এরিয়া-১ এ নামাজ আদায় ও মধাহ্ন ভোজ করবেন।
এরপর বিকালে মাওয়া চৌরাস্তা গোল চত্বর সংলগ্ন মেদেনীমন্ডল খান বাড়ি এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন।