Sheersha Media

ব্রেকিং নিউজ

সন্ধ্যা ৬:১৩ ঢাকা, রবিবার  ১৮ই নভেম্বর ২০১৮ ইং

পদ্মা সেতুর নিয়ে রুল

বিচারপতি বজলুর রহমানের মৃত্যু: বসছেন না আপিল বিভাগ

বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে আপাতত বসছেন না সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।  তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের জানাজা হওয়ার কথা। এরপর তার লাশ চাঁপাইনবাবগঞ্জের নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জানাজার আগে আপিল বিভাগ বসছেন না।পরে বসবেন কি না তা জানাজার পর সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান মারা যান। দীর্ঘদিন তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।