Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৮:১৪ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

মাহবুব-উল-আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ফাইল ফটো

‘বিএনপি-জামায়াতের মধ্যে কোন পার্থক্য নেই’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি ও জামায়াত পাকিস্তানী ভাবধারায় বিশ্বাসী, দল দুটির মধ্যে নীতিগত কোন পার্থক্য নেই। এজন্য বিএনপির কমিটিতে দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দলের আত্মীয়-স্বজনদের কমিটিতে স্থান দেয়া হয়েছে।

আজ সোমবার সকালে বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে সেখানে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।