Sheersha Media

ব্রেকিং নিউজ

দুপুর ১:৩২ ঢাকা, মঙ্গলবার  ২০শে নভেম্বর ২০১৮ ইং

বিএনপি

বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ পিছিয়ে ১১ নভেম্বর করা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, এর আগে বুধবার(৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভার কারণে দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সমাবেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পরের দিন ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার উদ্দেশে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। তবে অনুমতির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি দলটিকে।