Press "Enter" to skip to content

‘বাংলাদেশে বিনিয়োগে নজর দেয়া দরকার’ – তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা যুক্তরাজ্যের অর্থনীতিতে যে বিশাল অবদান রাখছেন তা সেদেশের সরকারের স্বীকৃতি অর্জন করেছে। এখন সময় এসেছে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাদের নজর দেয়া।

দশদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসা টাওয়ার হ্যামলেটসের লন্ডন বারোর স্পিকার রোববার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে বৈঠককালে মন্ত্রী এ কথা বলেন।

সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশীস (এনআরবি)’র চেয়ারম্যান এম এস শোকিল চৌধুরী, সংস্থার সদস্য ফকর আলী এসময় উপস্থিত ছিলেন।

বৈঠককালে তথ্যমন্ত্রী বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহ দিতে টাওয়ার হ্যামলেটসের স্পীকার সাবিনা আখতারের প্রতি আহ্বান জানান।

স্পিকার সাবিনা আখতার তথ্যমন্ত্রীর সাথে একমত পোষণ করেন এবং হাসানুল হক ইনুকে লন্ডন সফরের আমন্ত্রণ জানান।

Mission News Theme by Compete Themes.