Press "Enter" to skip to content

বর্তমানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই: এরশাদ

বর্তমানে দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ বলেন, কারোরই জীবনের নিশ্চয়তা নেই। ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লাশ হয়ে ফিরছে। জনগণ এই অবস্থার পরিবর্তন চায়।

তিনি বলেন, এই অবস্থার পরিবর্তন করতে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যেতে চায়। জাতীয় পার্টি সন্ত্রাসের রাজনীতি করেনা, শান্তির রাজনীতি করে। এদেশের মানুষও শান্তি চায়। ‘নূর হোসেন’ ও ‘ডা. মিলন’ হত্যাকাণ্ড প্রসঙ্গে এরশাদ বলেন, আমার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা নূর হোসেন ও ডা. মিলন দিবস পালন করছে তারা তো আজ পর্যন্ত তাদের নামে একটি স্মৃতিস্তম্ভও নির্মাণ করতে পারেনি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের শোক সভায় তিনি এসব কথা বলেন। বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতি প্রমুখ।

Mission News Theme by Compete Themes.