Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৬:৩৭ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

ফ্রান্সে হামলা: আইএসের দায় স্বীকার

ফ্রান্সের নিস শহরে ট্রাক সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।  সংগঠনটির সংবাদ সংস্থা  আমাক এই তথ্য জানিয়েছে।

আইএসের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আমাক জানিয়েছে, তাদের সৈন্যদের একজন বৃহস্পতিবার হামলা চালিয়েছে। আইএসের বিরুদ্ধে যেসব দেশ জোট করে হামলা চালাচ্ছে তার জবাব স্বরূপ এই হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার ফ্রান্সের নিসে বাস্তিল দুর্গ পতনের উদযাপনের দিন রাস্তায় ট্রাক সন্ত্রাস হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকশো মানুষ আহত হয়েছেন। খবর: এএফপি।

FOLLOW US: