Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১১:৪৩ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

ফেসবুক-টুইটার বন্ধ করে দেয়ার পরামর্শ মন্ত্রীর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার বন্ধ করে দেয়ার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধ করতে ফেসবুক ও টুইটার বন্ধ করতে হবে। চীনে ফেসবুক নাই। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১৬-২০ দলিলের খাতভিত্তিক পরামর্শ সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাংকের মূল্যায়ন প্রতিবেদন সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে যাওয়া। কিন্তু ছয় বছর আগে সে লক্ষ্যে পৌঁছে গেছি। এটি একটি বিরাট সফলতা। এ জন্য দেশের সকল শ্রেণীর মানুষের অবদান রয়েছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।