Press "Enter" to skip to content

ফেনীতে গণপিটুনিতে নিহত ৩, অভিযোগ ডাকাতির

ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে ডাকাত সন্দেহে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

শনিবার ভোররাতে মাতু ভূঞা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার মনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (২৮), একই উপজেলার জসিম উদ্দিনের ছেলে সোহাগ (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাতু ভূঞা এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতকালে কয়েকজন ডাকাতকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা।

পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যান। অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ পাঠান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।