Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৩:১০ ঢাকা, বুধবার  ২১শে নভেম্বর ২০১৮ ইং

সাজেদা চৌধুরী
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফাইল ফটো

ফরিদপুরে সাজেদার গাড়ি বহরে হামলা

ফরিদপুরের নগরকান্দায় শুক্রবার দুপুরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা চালানো হয়। কেন্দ্রীয় যুবলীগের এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠলেও সত্যতা যাচাই করা যায়নি। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, নগরকান্দার এমএন একাডেমি জাতীয়করণ হওয়ায় স্কুলমাঠে শুক্রবার বিকেলে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় যোগ দেয়ার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ওই স্কুলে যাচ্ছিলেন। যাওয়ার পথে তার গাড়ি বহর নগরকান্দার তালমার এলাকায় পৌঁছালে কেন্দ্রীয় যুবলীগ নেতা জামাল হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার খবর পেয়ে সাজেদার চৌধুরীর বাড়িতে যান পুলিশ প্রশাসনের কর্মকর্তারাসহ জেলা প্রশাসক তানজিয়া সুলতানা।