Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৩:২৮ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, দগ্ধ ২৮

ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, দগ্ধ ২৮

ফরিদপুরের নগরকান্দা নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস এবং সিলিন্ডারবাহী একটি পিকআপের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আরো অন্তত ২৮ জন আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন।

ফরিদপুর সংবাদদাতা জানান, শুক্রবার আনুমানিক রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ১২ জনের মৃত্যু হয়। বাসটিতে মোট ৪১জন যাত্রী ছিল। বাকি ২৯ জনকে অগ্নিদদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। বাকি ২৮ জনের অবস্থা আশংকাজনক।

ফায়ার সার্ভিস সূত্র হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।