Press "Enter" to skip to content

‘ফখরুলকে অতিথি করায় পুলিশ পণ্ড করে দিল অনুষ্ঠান’

মির্জা ফখরুলকে প্রধান অতিথি করায় পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাবের) স্বাধীনতা দিবসের আলোচনা সভা।

শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সভায় প্রধান অতিথি করা হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

এ্যাবের মহাসচিব হাসান জাফির তুহিন সাংবাদিকদের বলেন, ‘আমরা লিখিত অনুমতি নিয়ে আলোচনা সভার আয়োজন করি। তবে দুপুর থেকে অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করলে পুলিশ তাদের ঢুকতে বাধা দেয়। এরপর বেলা পৌনে ৩টার দিকে পুলিশ অনুষ্ঠানস্থলে এসে গেটে তালা লাগিয়ে দেয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে প্রধান অতিথি করায় এখানে পুলিশ বাধা দিয়েছে।’

তিনি বলেন, ‘প্রথমে তেজগাঁও থানার কয়েকজন এসআই এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। পরে পুলিশের পক্ষ থেকে ওই থানার ওসির অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করতে বলা হয়।’

শেয়ার অপশন:
Don`t copy text!