Sheersha Media

ব্রেকিং নিউজ

সন্ধ্যা ৬:৫৪ ঢাকা, বুধবার  ১৪ই নভেম্বর ২০১৮ ইং

প্রেসক্লাবের সামনে নার্সদের অবস্থান ধর্মঘট

পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন’। শনিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত মঙ্গলবার থেকে এই অবস্থা কর্মসূচি পালন করছে সংগঠনটি। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি রিনা আকতার ও মহাসচিব ফারুক হোসাইন। এতে কয়েকশো  চাকরি প্রত্যাশী নার্স অংশ নিয়েছেন।