Press "Enter" to skip to content

প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

মৌলভীবাজারে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের নাদামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার গাঁও শেরপুর গ্রামের আবদুল গনির ছেলে জাহাঙ্গীর তালুকদার (৩৮), তার মেয়ে শাজনা বেগম (২৮), আরেক ছেলে নাহিদ (২৬), একই উপজেলার খালিশপুর গ্রামের মোশায়েদ মিয়ার ছেলে সাইফ আহমদ (১২), তাজপুর গ্রামের লায়েছ মিয়া (৩০) ও করিমপুর গ্রামের প্রাইভেটকার চালক শাহাদাৎ তালুকদার (২৪)। আহতরা হলেন- ইয়াছমিন বেগম, নুরুন নাহার, নুরজাহান ও মোস্তাক আহমদ।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ জানান, সিলেটগামী প্রাইভেটকার ও মৌলভীবাজারগামী অটোরিকশাটির মধ্যে মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ছয়জন গুরুতর হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে গেলে সেখানে আরও দুজন মারা যান।

শেয়ার অপশন: