Press "Enter" to skip to content

প্রধানমন্ত্রীর পারিবারিক ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে পরিবারের সদস্য এবং আত্মীয়-পরিজনদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী ইফতারের আগে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

জাতির পিতার ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ সকল শহীদ, ’৭১ এর মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দানকারীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর আত্মীয়-পরিজনদের পাশাপাশি আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকবৃন্দও অংশ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পরিবারের সদস্য এবং আত্মীয়-পরিজনদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।

দলের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, অভিনেতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Mission News Theme by Compete Themes.