Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৫:৪৭ ঢাকা, রবিবার  ১৮ই নভেম্বর ২০১৮ ইং

প্রকাশকদের ওপর হামলার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম

ঢাকায় দুটো প্রকাশনা প্রতিষ্ঠানের মালিকদের ওপর হামলার দায় স্বীকার করা হয়েছে আনসার আল ইসলাম নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ।

নিজেদের আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) দাবী করে ওই টুইটে বলা হয়েছে, “আমরা, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই অপারেশনের দায় স্বীকার করছি।”

শনিবার রাজধানীর লালমাটিয়া ও শাহবাগে আজিজ সুপার মার্কেটে শুদ্ধস্বর ও জাগৃতির অফিসে হামলা হয়।

হামলায় শুদ্ধস্বরের মালিকসহ তিনজন আহত এবং জাগৃতির মালিক ফয়সাল আরেফিন দীপন নিহত হন।

শাহবাগ ও মোহাম্মদপুর থানার পুলিশ বলছে এই ঘটনায় এখন পর্যন্ত কাওকে আটক করা হয়নি। আর মামলার প্রস্তুতি চলছে। বিবিসি