Press "Enter" to skip to content

‘পুরুষেরও হতে পারে ব্রেস্ট ক্যান্সার’

শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের আয়োজনে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘ব্রেস্ট ক্যান্সার এ্যাওয়ারনেস হেলথ টক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. খালেদা পারভীন রেখা ও ডা. রাজীব হাসান।

তারা বলেন, ব্রেস্ট ক্যান্সার শুধু নারীর নয়, পুরুষেরও হতে পারে। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত একশ’ রোগীর মধ্যে পাঁচ ভাগ পুরুষ। বয়স ৩৫ বছরের বেশি হলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুকি বেশি।

এছাড়াও কম বয়সে ঋতুস্রাব হওয়া, দেরিতে ঋতুস্রাব বন্ধ হওয়া, বেশি বয়সে প্রথম সন্তান ধারণ অথবা নিঃসস্তান থাকা, সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ, ধূমপান ও মদ্যপান প্রভৃতি কারণে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুকি বেশি থাকে।
বক্তাগণ বলেন, শরীরের অতিরিক্ত ওজন কমানো, খাদ্যাভাস পরিবর্তন ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমানো যায়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ব্রেস্ট ক্যান্সার রোধে নারী-পুরুষকে সচেতন হওয়ার পাশাপাশি ক্যান্সার নির্ণয়ে চিকিৎসকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি কথাসাহিত্যিক আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন ডা. আরিফ মাহমুদ। সেমিনারে হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জাইতুন বিনতে সোলাইমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, মহিলা ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

Mission News Theme by Compete Themes.