dse bd
ফাইল ফটো

পুঁজিবাজারে আজও উর্ধ্বমূখী প্রবনতা ছিল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও সূচকের উর্ধ্বমূখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।একইসাথে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে।

ডিএসইতে আজ ৩০১ টি কোম্পানির ১২ কোটি ৪৯ লাখ ২১ হাজার ৪১৬ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪২৪ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার ৪৮২ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি ৪৬ লাখ টাকা বেশি।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৮.৫৭ পয়েন্ট বেড়ে ৪৩৯২.৮৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৬৭ পয়েন্ট বেড়ে ১৭১৯.২২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৫.৭০ বেড়ে ১০৭৭.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০১ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২০৮ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: শাহাজীবাজার পাওয়ার,ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএল বিডি, বিএসআরএম লিঃ, বিএসআরএম স্টিল, এমারেল্ড অয়েল, ডরিন পাওয়ার, ইফাদ অটোস ও খান ব্রাদার্স পিপি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:খান ব্রাদার্স পিপি, আরগন ডেনিমস, হামিদ ফেব্রিকস, অগ্রনী ইন্সুঃ, মিরাকেল ইন্ডাঃ, প্রাইম ইন্সুঃ, এমারেল্ড অয়েল,এশিয়া ইন্সুঃ, শাহাজীবাজার পাওয়ার ও ইবিএল এনআরবি মি. ফা.।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:সোনারগাঁও টেক্সটাইল, সমতা লেদার, শ্যামপুর সুগার, ন্যাশনাল হাউজিং, ইউনাইটেড এয়ার, জাহিন টেক্স, ব্র্যাক ব্যাংক, রহিমা ফুড, প্রিমিয়ার সিমেন্ট ও ইসলামি ব্যাংক।