Sheersha Media

ব্রেকিং নিউজ

দুপুর ১:৫২ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

পিইসি পরীক্ষা

পিইসি-জেএসসি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে

শিশু-কিশোরদের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আজ। বেলা ২টায় সংবাদ সম্মেলনে জেএসসির ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

সকালে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা আলাদাভাবে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন প্রধানমন্ত্রীর হাতে। এছাড়া আজ নতুন শিক্ষা বছরের পাঠ্যবইও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার পরীক্ষায় এবার প্রায় ৫৫ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে প্রাথমিকে পরীক্ষার্থী ২৮ লাখ ৬ হাজার ২৭৯ জন ও ইবতেদায়িতে ২ লাখ ৯৪ হাজার ৬২১ জন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ৯০ হাজার ১৩৪ জন।