Press "Enter" to skip to content

পাহাড় ধসে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতি বৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত প্রেস রিলিজে এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, সকালে প্রাথমিকভাবে সংবাদে নিহতের সংখ্যা ছিল ১০ জন। দিনের সময় যতোই পার হচ্ছে নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত সংবাদে জানাগেছে, সোমবার টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড়ধস ও গাছ চাপায় সর্বশেষ পাওয়া খবর বিকেল পর্যন্ত ১০৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে উদ্ধারকাজে নিয়োজিত ৪ সেনাসদস্যও রয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ওই ১০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতে সংখ্যা বাড়তে পারে বলে উদ্ধার কাজে নিয়োজিত সূত্র থেকে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রাঙ্গামাটির মানিক ছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে স্থানীয়দের উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন ৪ সেনা। নিহত ৪ সেনাসদস্যর মধ্যে আছেন মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন।

শেয়ার অপশন: