Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১২:৪৮ ঢাকা, বুধবার  ২১শে নভেম্বর ২০১৮ ইং

পাবনায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান

শীর্ষ মিডিয়া ৪ অক্টোবর : জেলার সদর উপজেলায় বিএনপি’র তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন বলে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানানো হয়েছে।
শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের এক সভায় তারা যোগদান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আরিফপুর এলাকা বিএনপির নেতা আকতারুজ্জামান নিয়ামত, হাসাদুল¬াহ হাসা, একরাম হোসেন, শরিফুল ইসলাম সোহাগ, মাসুদ রানাসহ তিন শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। বিশেষ অতিথি রেজাউল রহিম লাল, গোলাম ফারুক প্রিন্স এমপি, সরদার মিঠু আহম্মেদ, বিজয় ভুষণ রায়, ইয়ার মোহাম্মদ নাসিম, এ্যাড. আব্দুল আহাদ বাবু, সোহেল হাসান শাহিন, এ্যাড. তসলিম হাসান সুমন, শেখ রাসেল আলী মাসুদ প্রমুখ। সূত্র বাসস