Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৭:২১ ঢাকা, বুধবার  ২১শে নভেম্বর ২০১৮ ইং

“পরীক্ষার্থীদের পোশাকের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের চিন্তা ভাবনা”

প্রশ্নপত্র ফাঁস এবং ভর্তি পরীক্ষায় জালিয়াতির ক্রমাগত অভিযোগের মুখে এবার জালিয়াতি ঠেকাতে পরীক্ষার্থীদের পোশাকের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের চিন্তা ভাবনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

কর্তৃপক্ষ বলছে, গতবছর জালিয়াতি রোধে ভর্তি পরীক্ষায় কুড়িটির বেশি প্রশ্নপত্রের সেট তেরি করা হয়েছিল।

কিন্তু তাতেও ঠেকানো যায়নি জালিয়াতদের।

ফলে কর্তৃপক্ষ এবার ড্রেস-কোড এর চিন্তাভাবনা করছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে বলছেন, মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ যাতে পরীক্ষার হলে ঢুকতে না পারে , সেজন্য পরীক্ষাকেন্দ্রে ছেলেদের ফুলহাতা শার্ট ও জুতা-মোজার পড়ার ওপর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় পরীক্ষায় এটি কার্যকর করা হবে।