Press "Enter" to skip to content

পটুয়াখালীতে বাস চাপায় নিহত ২

পটুয়াখালীতে বাসের চাপায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ ও এক যুবকের মৃত্যু হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকার আব্দুর রহমান (৭০) ও মো. আরিফ (২৭)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
আহতদের মহিপুর ও কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে রহমান ও আরিফ একটি সাইকেলে করে মহিপুর থেকে কলাপাড়ায় ফিরছিলেন। ঢাকা থেকে কুয়াকাটাগামী বাসটির চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শেয়ার অপশন:
Don`t copy text!