Press "Enter" to skip to content

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট সুলতান আহমদ কুসুমপুরী সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওমর ফারুক (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়। এবং জাহিদ হোসেন (৩৮)। তার বাড়ি কক্সবাজার জেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিরহাট সুলতান আহমদ কুসুমপুরী সংযোগ সড়ক এলাকা শ্যামলী পরিবহন ও পটিয়ার একটি লোকাল বাসের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ বিমল ভৌমিক গণমাধ্যমকে দুর্ঘটনার বিষযটি নিশ্চিত করেছেন।