Press "Enter" to skip to content

‘নৌকার বিজয়’ নিশ্চিতে মিলেমিশে কাজের আহবান ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে মিলেমিশে কাজ করার আহবান জানিয়েছেন।

আজ ঈশ্বরদী আওয়ামী লীগ অফিসে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ আহবান জানান।

পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে এ সময় স্থানীয় পৌর আওয়ামী লীগের নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ভূমিমন্ত্রী শুক্রবার পাবনা পুলিশ লাইনে পাবনা জেলা পুলিশ আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন। সেখানে তিনি দোয়া মাহফিলেও অংশ নেন।

এ সময় পাবনা সদর সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবীর, পাবনা জেলা জজ মো. নুরুজ্জামান, বিশেষ জজ লিয়াকত আলী, পাবনা জেলাবারের সভাপতি শাহ আলম, জেলা পিপি এডভোকেট আক্তারুজ্জামান মুক্তা, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আ. হামিদ মাস্টার, বশীর আহমেদ বকুল, শাহজাহান মামুন প্রমুখ ইফতার পার্টিতে অংশ নেন।

শেয়ার অপশন:
Don`t copy text!