Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১:২৮ ঢাকা, শুক্রবার  ১৬ই নভেম্বর ২০১৮ ইং

শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্যাতিত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশায় কাঁদলেন প্রধানমন্ত্রী

মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখে আর কষ্টের কথা শুনে চোখের পানি আটকাতে পারলেন না বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার চিত্র নিজ চোখে দেখতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষের সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে আহতদের খোঁজখবরও নেন প্রধানমন্ত্রী।

এ সময় আহত ও নির্যাতিতদের দুঃখ দেখে আর দুর্দশার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দেন।