Press "Enter" to skip to content

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

সকলের মতামতের ভিত্তিতেই বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সকলের মতামতের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশন নিয়ে যারা প্রশ্ন বা বির্তক করতে চায় তারা আসলে নির্বাচনে অংশ না নেয়া, বানচাল এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে।’

হানিফ আজ সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে‘ বিএনপির নির্বাচন কমিশন ভেঙ্গে দেয়ার দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কাছে সবচেয়ে যোগ্য নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এমএ আজিজ । যিনি তাদের ক্ষমতায় আনার জন্য এক কোটি ত্রিশ লক্ষ ভূয়া ভোটার তৈরী করেছিলেন।

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Mission News Theme by Compete Themes.