Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ২:১১ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

নিজের পিস্তলের গুলিতে ‘আ’ লীগ নেতা টুকু’ নিহত

নিজের পিস্তলের গুলিতে রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক জিয়াউল হক টুকু নিহত হয়েছেন।

আজ রোববার বিকেল ৪টার দিকে নগর ভবনের সামনে তার চেম্বারে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ বিকেলে টুকু তাঁর চেম্বারে ছিলেন। ওই সময় তার সাথে বেশ কয়েকজন লোক সেখানে বসা ছিলেন।

সেখানে থাকা ব্যক্তিরা ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে আগত সবাইকে জানিয়েছেন, জিয়াউল হক টুকু নিজের পিস্তল পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। পরে টুকুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত জিয়াউল হক টুকু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন খান গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 
 

FOLLOW US: