Press "Enter" to skip to content

নারীকে নির্যাতনের ঘটনায় কেউ পার পাবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পরপর নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্যাতনের ঘটনায় অপরাধী যারাই হোক, কেউ পার পাবে না বলে হুশিয়ারি করেছেন।

বুধবার বিকালে সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঘটনাটি আমি সেদিনই শুনেছি। যদিও আমার নির্বাচনী এলাকায় না, তবে নোয়াখালীতে। এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, এ বিষয়ে ইতিমধ্যে পুলিশের আইজির সঙ্গে কথা হয়েছে। একজন ডিআইজি সেখানে গেছেন। প্রশাসন এ ব্যাপারে তৎপর, সরকারও কঠোর অবস্থানে আছে। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে।

বিএনপি ও ঐক্যফ্রন্টের নবনির্বাচিত সাতজন এমপির শপথের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের শপথের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। জনগণের রায়কে তারা সম্মান করবেন এটাই আশা করি।

নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আ’লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ১০ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।’

Mission News Theme by Compete Themes.