Press "Enter" to skip to content

নারায়ণগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার সকাল ৮টায় রুপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তেতলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে যাত্রী নিয়ে লেগুনাটি ভৈরব যাবার পথে সকাল সাড়ে ৮টার রূপগঞ্জের তেতলাবো এলাকায় ঢাকাগামী অগ্রদুত পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ১০ জন আহত হয়।

আহতদের স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই নারীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

শেয়ার অপশন: