Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৩:২৯ ঢাকা, বুধবার  ২১শে নভেম্বর ২০১৮ ইং

হবিগঞ্জে জামাতার কোপে শ্বশুর খুন

নাটোরে ‘খ্রিস্টান’ দোকানিকে কুপিয়ে হত্যা

নাটোরের বড়াইগ্রামে সুনীল গোমেজ (৫৬) নামের এক খ্রিস্টান মুদি দোকানিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে উপজেলার খ্রিস্টানপাড়ায় এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম গনমাধ্যমকে বলেন, বাড়ির পাশেই সুনীল গোমেজের মুদির দোকান রয়েছে। সকালে সেখানে তিনি দোকানদারি করছিলেন। কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। দোকানের টেবিলের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুনীলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।