Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৩:৫৯ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

‘নাইক্ষংছড়িতে আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা’

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় মং সুই নু মারমা নামে আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মং সুই মারমা উপজেলার বাইশারি বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধাবানখালী মারমা পাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। শুক্রবার ভোরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার লাশ সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বাইসারি তদন্ত ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আনিসুর রহমান তথ্যের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।