ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে গান ও নাচের প্রশিক্ষনের জন্য ‘নটরাজ সংগীত একাডেমি’ নামক একটি সাংস্কৃতিক সংগঠন যাত্রা শুরু করেছে।
আজ শুক্রবার সকালে স্থানীয় পৌর কিন্ডার গার্টেনের একটি কক্ষে সংগঠনটির উদ্বোধন করেন নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নটরাজ সংগীত একাডেমির পরিচালক দিলীপ কুমার নট্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর প্যানেল মেয়র আলমগীর হোসেন আলোসহ- নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহামুদ, পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নটরাজ সংগীত একাডেমিতে প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত গান ও নাচের ওপর প্রশিক্ষণ দেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।