Sheersha Media

ব্রেকিং নিউজ

দুপুর ১:০৮ ঢাকা, শনিবার  ১৭ই নভেম্বর ২০১৮ ইং

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত
ছবি- সংগৃহীত

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোনাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সজল (২০), স্নিগ্ধা (৭), প্রান্তিকা (৬) ও বৃষ্টি (৬)। নিহত বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। সজল শরীয়তপুর জেলার, স্নিগ্ধা ও প্রান্তিকা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার এবং বৃষ্টি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জানাগেছে, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে নরসিংদীর রায়পুরা থেকে চাঁদপুরগামী বরযাত্রী বহরের একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আরো চারজনের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।