Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৬:৩৪ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

‘দেশ মৃত্যুপুরীতে পরিণত’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশজুড়ে সরকার দলীয় সন্ত্রাসীদের তান্ডবের পাশাপাশি গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে। সারাদেশে খুনের মহোৎসব চলছে। খালে-বিলে-ডোবা-নালায় মিলছে মানুষের লাশ। নারী ও শিশুদের নির্যাতনের পর হত্যা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ায় দেশ এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।’
 
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 
 
তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের মতো তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর দেশ জুড়ে আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব চলছে। বিএনপির এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের ভোট প্রদানে বাধা, অস্ত্রের মহড়া, হামলা ও নিরুপায় হয়ে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল একই। জাল ভোট প্রদান ও অনিয়মের অভিযোগে ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় অনেকের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। অনিয়মের আশ্রয় নেয়ায় এক প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার এবং দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়।’
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজদ, যুব দলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জামেল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।