Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৬:২১ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

‘দেশে কিছু ঘটে যাবার শঙ্কা এমাজউদ্দীনের’

দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ বলেছেন, এই পরিস্থিতিতে দেশে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন।

এমাজউদ্দীন বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।এই অবস্থায় দেশে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটতে পারে।

তিনি বলেন, দেশে এখন নতুন করে গ্রেফতার শুরু হচ্ছে। অপরাধ ছাড়াই বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সরকার বিরোধী শক্তিকে যদি মামলা দিয়ে গ্রেফতার করে নির্বাচন করতে চায় তাহলে, সেটা হবে আরেকটি প্রহসন।