Press "Enter" to skip to content

দুর্নীতির টাকা পাচার করছে আ. লীগ নেতারা : মিনু

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, দেশে থেকে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ এখন বিদেশে পাচার করছে আওয়ামী লীগ নেতারা। তিনি বলেন, দেশে এখন আইনের শাসন নেই। আইনের শাসন নেই এ অভিযোগ শুধু বিএনপির নয়-এটা প্রধান বিচারপতিরও।

তিনি বলেন, আঁধার কেটে নতুন সূর্য উদয় হবেই। এজন্য তিনি বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরে দলের জন্য কাজ করতে বলেন।

আজ ঠাকুরগাঁও বিডি হলে জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুলু,সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,কেন্দ্রীয় সদস্য মুর্তুজা চৌধুরী তুলা,মির্জা ফয়সল আমিন,তারেক আদনান,আব্দুল হামিদ,ওবায়দুল্লাহ হক মাসুদ, গোলাম মোস্তফা ,নুর করিম,পয়গাম আলি প্রমুখ।

মিনু বলেন, ইয়াবা ব্যবসায়ী নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেছেন, কীভাবে দেশ মাদকমুক্ত হবে। আগামী জাতীয় সংসদ র্নিবাচনের প্রস্তুতি হিসাবে ওই কর্মী সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি।

 

শীর্ষ মিডিয়া-১ পযু/ ৭-৫

 

আরো পড়ুন

সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : জয়

 

শেয়ার অপশন:
Don`t copy text!