Sheersha Media

ব্রেকিং নিউজ

দুপুর ১:১৯ ঢাকা, শুক্রবার  ১৬ই নভেম্বর ২০১৮ ইং

দীপিকার ‘স্তনসংকট’ নিয়ে টুইটারে ঝড়

 বিনোদনঃ

দীপিকা পাড়ুকোন তার অভিনয় জীবনে যতটা না আলোচিত সমালোচিত হয়েছেন, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ফাইন্ডিং ফ্যানি চলচ্চিত্রে অভিনয় করে। সর্বশেষ এর সঙ্গে আবার যোগ হয়েছে তার একটি টুইটার বার্তা। টুইটারের মাধ্যমে জানা যায়, ভারতের একটি প্রভাবশালী পত্রিকা ফাইন্ডিং ফ্যানিতে নাকি দীপিকার ‘স্তনসংকট’ এ নিয়ে একটি খবর প্রকাশ করেছে। আর তাতেই চটেছেন বলিউড কাঁপানো এই নায়িকা। এরই পরিপ্রেক্ষিতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন টুইটার বার্তায়। টুইটারে তিনি লিখেছেন, ‘হ্যাঁ আমি একটি মেয়ে। আমার স্তন আছে এবং স্তনসংকটও আছে। তোমার কোনো সমস্যা!এ অভিনেত্রী আরও লিখেছেন ‘মেয়েদের অধিকার নিয়ে কোনো কথা বলবেন না কারণ, আপনি জানেন না কিভাবে মেয়েদের সম্মান করতে হয়।’ তার এই বার্তা রীতিমতো ঝড় তুলেছে টুইটারে। মাত্র দেড় ঘণ্টায় এ বার্তার প্রতিউত্তর পেয়েছেন ১৫০০ এর বেশি। সূত্র : ইন্টারনেট