দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অজ্ঞাত তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, নাটোর পৌর যুবলীগের সদস্য মেহেদি হোসেন আব্দুল্লাহ (২৭), রেজওয়ান সাব্বির (২৬) ও নাটোরের কালুরমোড় এলাকার বাসিন্দা সোহেল (২৮)। তিন যুবক শার্ট ও প্যান্ট পরিহিত।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলাধীন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন কলাবাড়ী মাদরাসার পাশে ফাঁকা জায়গায় তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন লাশ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, তিন যুবক মাথায় গুলিবিদ্ধ হয়েছে। পুলিশের ধারণা, তাদেরকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে নাটোর থানায় একটি জিডি করেছে সাব্বিরের মা রোকছানা বেওয়া।