Press "Enter" to skip to content

দণ্ডের কারণে খালেদা জিয়ার সব মনোনয়নপত্র বাতিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া আসনগুলো হলো- ফেনী-১, বগুড়া-৬ (সদর) ও বগুড়া-(গাবতলী-শাজাহানপুর)।

আজ ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে খালেদা জিয়ার মনোনয়নপত্রের ব্যাপারে এক শুনানিতে পক্ষ-বিপক্ষের বক্তব্য শোনেন রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদ উজ জামান।

খালেদা জিয়ার মনোনয়নপত্রের তথ্য সঠিক হলেও পুলিশ তার বিরুদ্ধে দুটি মামলায় সাজার কথা উল্লেখ করেন। ওই সময় খালেদা জিয়ার পক্ষে ফেনী জেলা বিএনপির সভাপতি ও আইনজীবী আবু তাহের যুক্তি দেন যে আপিল বিভাগে মামলা দুটি বিচারাধীন আছে। শুনানি শেষে বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

অপরদিকে, বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ যাচাই বাছাই শেষে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় বগুড়ার দুটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

শেয়ার অপশন:
Don`t copy text!