Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১২:২৯ ঢাকা, বুধবার  ২১শে নভেম্বর ২০১৮ ইং

ফটো সাংবাদিক শহীদুল আলম
দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক শহীদুল আলম, ছবি তার ফেসবুকের।

তুলে নেয়া ‘ফটো সাংবাদিক শহীদুল’ ডিবি কার্যালয়ে

রোববার রাতে বাসা থেকে তুলে নেয়ার পর আজ সকালে আলোকচিত্রী শহীদুল আলমকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এর আগে, গতরাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডির বাসা থেকে গাড়িতে করে শহীদুল আলমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

শহীদুল আলম দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক। রাত সাড়ে ১০টার দিকে শহীদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অজ্ঞাত লোকেরা তুলে নিয়ে গেছে।

অজ্ঞাত সেই ব্যক্তিরা ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে বাসায় ঢোকে। শহীদুল আলমকে নিয়ে যাওয়ার সময় তারা বাসার সিসিটিভি ফুটেজও নিয়ে যায়।’ শহীদুল আলমের সহকর্মী সাইদিয়া গুলরুক বলেন, ‘আমরা একই বাসার তৃতীয় তলায় থাকি। শহিদুল আলম থাকেন চতুর্থ তলায়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে নিচে এসে দেখি দাড়োয়ানরা ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে।

আমরা সেখানে সিসি ক্যামেরা ও ইন্টারকম ভাঙা দেখতে পাই।