Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ২:৩২ ঢাকা, বুধবার  ১৪ই নভেম্বর ২০১৮ ইং

তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে পুলিশের একটি সদর দপ্তরের বাইরে এক বিস্ফোরণে এ পর্যন্ত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই পুলিশ সদস্য। অনেক মানুষ আহত হয়েছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, কিজরে শহরে এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, একটি গাড়ি বোমা হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়া এবং ইরাকের সীমান্তের কাছে কিজরে শহরটির অবস্থান।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ঐ অঞ্চলটিতে কুর্দি জনগোষ্ঠির শক্ত অবস্থান রয়েছে।