Sheersha Media

ব্রেকিং নিউজ

দুপুর ২:১৩ ঢাকা, মঙ্গলবার  ২০শে নভেম্বর ২০১৮ ইং

ঢাকায় আওয়ামী লীগের দু’গ্রপে সংঘর্ষ

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।  সমাবেশের শেষে বসা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী ও সংসদ সদস্য ইলিয়াছ হোসেন মোল্লার অনুসারীরা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী ও সমাবেশে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, সমাবেশে প্রথমে বসার জায়গা নিয়ে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়ে ৫৬ নম্বর (নতুন ২০) ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে থাকা ইলিয়াছ মোল্লার অনুসারীদেরও ভুলক্রমে আক্রমণ করে বসে ৫৬ নম্বরের নেতাকর্মীরা। পরে সমাবেশ শেষের দিকে ইলিয়াছ মোল্লার অনুসারীরা এর কৈফিয়ত চাইতে গেলে তখন দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ্যের লোকজনই হাতাহতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এরপর সমাবেশে উপস্থিত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।